Tuesday 10 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যা: ২ মানব পাচারকারী কারাগারে


১৬ জুন ২০২০ ০১:৩৮

ফাইল ছবি

ঢাকা: লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত্যার ঘটনায় গ্রেফতার দুই মানব পাচারকারীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৫ জুন) শুনানি শেষে ঢাকার ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান এ আদেশ দেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন— আল আমিন ও কামাল হোসেন।

এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা তিন দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার প্রার্থনা করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক শুনানি শেষে এ আদেশ দেন।

গত ২৮ মে লিবিয়ায় মানবপাচারকারীদের হাতে ২৬ বাংলাদেশি নিহত ও ১২ জন আহত হন। ওই ঘটনায় ৩৮ জনকে আসামি করে গত ২ জুন রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করেন সিআইডির উপপরিদর্শক (এসআই) রাশেদ ফজল। এরপর আরও বিভিন্ন থানায় ২২টি মামলা দায়ের হয়।

মানব পাচার রিমান্ড শেষে কারাগারে লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত্যা


বিজ্ঞাপন
সর্বশেষ

চবিতে অনলাইনে চলবে ক্লাস
১০ সেপ্টেম্বর ২০২৪ ১৮:০৩

ডেঙ্গু : চট্টগ্রামে প্রাণ গেল ২ নারীর
১০ সেপ্টেম্বর ২০২৪ ১৮:০০

রাফির নায়িকা তানজিন তিশা
১০ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৯

সম্পর্কিত খবর