লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যা: ২ মানব পাচারকারী কারাগারে
১৬ জুন ২০২০ ০১:৩৮
ঢাকা: লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত্যার ঘটনায় গ্রেফতার দুই মানব পাচারকারীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৫ জুন) শুনানি শেষে ঢাকার ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান এ আদেশ দেন।
কারাগারে যাওয়া আসামিরা হলেন— আল আমিন ও কামাল হোসেন।
এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা তিন দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার প্রার্থনা করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক শুনানি শেষে এ আদেশ দেন।
গত ২৮ মে লিবিয়ায় মানবপাচারকারীদের হাতে ২৬ বাংলাদেশি নিহত ও ১২ জন আহত হন। ওই ঘটনায় ৩৮ জনকে আসামি করে গত ২ জুন রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করেন সিআইডির উপপরিদর্শক (এসআই) রাশেদ ফজল। এরপর আরও বিভিন্ন থানায় ২২টি মামলা দায়ের হয়।
মানব পাচার রিমান্ড শেষে কারাগারে লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত্যা