Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভার্চুয়াল কোর্টে জামিন পাননি ডেসটিনির রফিকুল আমীন


১৬ জুন ২০২০ ০১:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: মানি লন্ডারিংয়ের দুই মামলায় জামিন পাননি ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন। হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ তার জামিন আবেদন গ্রহণ করেননি, আবেদন নিয়ে যেতে বলেছেন নিয়মিত বেঞ্চে।

সোমবার (১৫ জুন) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল বেঞ্চে তার জামিন আবেদনের ওপর শুনানি হয়।

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রফিকুল আমীনের পক্ষে ছিলেন আইনজীবী আবদুল মতিন খসরু, সঙ্গে ছিলেন আইনজীবী উজ্জল ভৌমিক। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

পরে আইনজীবী খুরশীদ আলম খান জানান, ভার্চুয়াল আদালত জামিন না দিয়ে আবেদনটি নিয়ে নিয়মিত আদালতে যেতে বলেছেন।

বিজ্ঞাপন

সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ থেকে অর্থ অন্যত্র স্থানান্তরের অভিযোগে রফিকুল আমীনের বিরুদ্ধে ২০১২ সালের ৩১ জুলাই কলাবাগান থানায় অর্থ পাচারের অভিযোগে দু’টি মামলা করে দুদক। ওই মামলায় জামিন চেয়ে ভার্চুয়াল বেঞ্চে আবেদন করলে আদালত তাদেরকে নিয়মিত বেঞ্চে যেতে বলেছেন।

জামিন আবেদন নাকচ ডেসটিনি গ্রুপ ডেসটিনি গ্রুপের এমডি রফিকুল আমীন মানি লন্ডারিং মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর