Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পানিতে ডুবে বাবার মৃত্যু, মরদেহ দেখে মারা গেল ছেলেও


১৬ জুন ২০২০ ০৩:১৯

নোয়াখালী: পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছেন বাবা। তার মরদেহ দেখে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ছেলের মৃত্যু হয়েছে। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জুবিলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাজী বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন) সকালে পুকুরে গোসল করার সময় পানিতে ডুবে মারা যান সাবেক বিডিআর সুবেদার (অব.) আবুল হোসেন (৭০)। পরে দুপুর সাড়ে ১২টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান আবুল হোসেনের ছেলে ইব্রাহীম খলিল দিদার (৪৫)।

বিজ্ঞাপন

আবুল হোসেনের ছোট ভাই কাজী বাবর জানান, দিদার মাইজদিতে থাকতেন। পানিতে ডুবে বাবা মারা গেছেন— এ খবর পেয়ে তিনি গ্রামে আসেন। বাবার মরদেহ দেখেই তিনি অসুস্থ হয়ে পড়েন। স্বজনরা তাকে চর জব্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইব্রাহীম খলিল দিদার ৩ ছেলে সন্তানের জনক ছিলেন।

চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, বাবা আবুল হোসেন সকালে পানিতে ডুবে মৃত্যুবরণ করেন। বাবার লাশ দেখে ছেলে ইব্রাহীম খলিল দিদার শোক বহন করতে পারেননি। তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। কর্তব্যরত চিকিৎসক জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন।

পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে দু’জনের মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। তাদের পারিবারিকভাবে দাফন করা হয়। এ ঘটনা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

ছেলের মৃত্যু পানিতে ডুবে মৃত্যু বাবার মৃত্যু

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর