রেড জোনের আদালতগুলোতে ছুটি ঘোষণা
১৬ জুন ২০২০ ১২:৩৩
ঢাকা: রেড জোন এলাকায় অবস্থিত অধস্তন আদালত এবং ওই এলাকায় বসবাসরত আদালতের কর্মকর্তা-কর্মচারিদের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছেন সুপ্রিমকোর্ট প্রশাসন।
মঙ্গলবার (১৬ জুন) সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের সই করা এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্তৃপক্ষ ঘোষিত লাল অঞ্চলে অবস্থিত অধস্তন আদালত এবং ওই এলাকায় বসবাসকারী আদালতের কর্মকর্তা-কর্মচারিরা সরকার কর্তৃক ঘোষিত সাধারণ ছুটির আওতাভুক্ত থাকবে। সাধারণ ছুটিকালে আদালতের কোনো কর্মকর্তা-কর্মচারি নিজ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাংবিধানিক বাধ্যবাধকতায় লাল অঞ্চলসহ দেশের প্রত্যেকটি জেলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং মেট্রোপলিটন এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার জন্য একাধিক ম্যাজিস্ট্রেট কর্তব্যরত থাকবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
প্রসঙ্গত, রেড জোন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করে সোমবার (১৫ জুন) বিজ্ঞপ্তি জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
এর আগে করোনা থেকে মানুষকে বাঁচাতে আক্রান্তের হার বিবেচনা করে রেড, ইয়োলো ও গ্রিন জোন নির্ধারণ করা হয়। পরবর্তীতে রেড জোন এলাকায় লকডাউন ঘোষণা করা হয়।