Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্তর্জাতিক ফ্লাইট চালু, কাতার গেলেন ২৭৪ যাত্রী


১৬ জুন ২০২০ ১৫:১১

ঢাকা: আকাশপথে আন্তর্জাতিক বিমান যোগাযোগ চালুর প্রথম দিনে ২৭৪ জন যাত্রী নিয়ে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট দেশটির উদ্দেশে ঢাকা ছেড়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।

বেবিচকের চেয়ারম্যান বলেন, ‘সকালে কাতার এয়ারওয়েজের কিআর-৬৩৯ নম্বর ফ্লাইটটি ২৭৪ যাত্রী নিয়ে ঢাকা ছেড়েছে। এর আগে এই ফ্লাইটটি গতকাল রাতে ৩৩ জন যাত্রী নিয়ে ঢাকায় আসে। এই একই ফ্লাইট আজ রাতে আবার যাত্রী নিয়ে ঢাকায় আসবে। আবার যাত্রী নিয়ে কাতার যাবে। আর ফ্লাইট ছাড়ার আগে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করেছেন বেবিচকের স্বাস্থ্য কর্মকর্তারা। আমরা যাত্রীদের নিরাপত্তায় কোনো ঘাটতি রাখছি না। সবকিছু মেনেই আমরা ফ্লাইট পরিচালনা করছি।’

মফিদুর রহমান বলেন, ‘অন্য দেশে যাওয়ার ট্রানজিট হিসেবে আমরা কাতারের বিমানবন্দরটি ব্যবহার করছি। এছাড়া চীন-যুক্তরাজ্যসহ ইউরোপের দেশগুলো ছাড়া মধ্যপ্রাচ্যের সব দেশ বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। তাই সেসব দেশে আমরা ফ্লাইট চালু করতে পারছি না। তবে কাতার এয়ার ওয়েজকে যাত্রী বহনের অনুমতি দেওয়া হয়েছে। তারা ইউরোপসহ যেসব গন্তব্যে বাংলাদেশিদের প্রবেশে বাধা নেই, সেসব দেশে তাদের নিয়ে যাবে।’

উল্লেখ্য, বাংলাদেশে গত ২১ মার্চ প্রথমে ১০টি দেশের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দেয় বাংলাদেশ সিভিল এভিয়েশন। এরপর একের পর এক বিমান বন্ধের সময়সীমা বেড়েছে। সর্বশেষ ২৮ মে বেবিচকের এক সিদ্ধান্তে ১ জুন থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু হয়। তবে ২৮ মের সিদ্ধান্তে ১৫ জুন পর্যন্ত আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

তবে বাংলাদেশের সঙ্গে প্রথম থেকেই চীনের সঙ্গে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। সেইসঙ্গে চালু রয়েছে চাটার্ড ফ্লাইটও। অবশেষে চালু হতে যাচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট। ফলে প্রায় ৩ মাস আন্তর্জাতিক রুটে বিমান চলাচল বন্ধ থাকার পর মঙ্গলবার প্রথম আন্তর্জাতিক ফ্লাইটে ঢাকা ছাড়লো ২৭৪ যাত্রী।

আন্তর্জাতিক ফ্লাইট কাতার টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪০

সম্পর্কিত খবর