Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৮ পণ্যের লাইসেন্স বাতিল করল বিএসটিআই


১৬ জুন ২০২০ ১৫:১৬

ঢাকা: লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ায় ছয়টি প্রতিষ্ঠানের আটটি পণ্যের লাইসেন্স বাতিল করেছে পণ্যের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।

মঙ্গলবার (১৬ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএসটিআই জানিয়েছে সোমবার (১৫ জুন) বিএসটিআইয়ের একটি কমিটির সভায় লাইসেন্সসমূহ বাতিল করা হয়েছে।

পণ্যগুলো হলো- রংপুরের কোতয়ালীর গ্রিন অয়েল অ্যান্ড পোল্ট্রি ফিড ইন্ডাষ্ট্রিজের ‘বাসমতি’ ব্র্যান্ডর ফর্টিফাইড এডিবল রাইস ব্রান অয়েল, সাভারের আশুলিয়ার ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেডের ‘ইফাদ সলিড গোল্ড’ ব্র্যান্ডের ফর্টিফাইড এডিবল রাইস ব্রান অয়েল, ময়মনসিংহের শম্ভুগঞ্জের এগ্রোটেক ইন্টারন্যাশনাল লিমিটেডের ‘পিউরিভা’ ও ‘রাইপ’ ব্র্যান্ডের ফর্টিফাইড এডিবল রাইস ব্রান অয়েল, নরসিংদীর শিবপুরের গ্রিন ট্রেড হাউজের ‘টেস্টি’ ব্র্যান্ডের ফর্টিফাইড পাম অলিন, চট্টগ্রামের চান্দগাঁওয়ের ‘ওকে’ ব্র্যান্ডের ফর্টিফাইড সয়াবিন তেল ও ফর্টিফাইড পাম অয়েল এবং রংপুরের মিঠাপুকুরের ‘আরডি জুসিলা’ ও ‘আর ডি ফজলী’ ব্র্যান্ডের ম্যাংগো ফ্রুট ড্রিংকস।

বৈধ লাইসেন্স গ্রহণ ছাড়া এসকল পণ্য বিক্রয়-বিতরণ ও বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচার হতে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ক্রেতাদের এসকল ব্র্যান্ডের পণ্য ক্রয় থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

আট পণ্য টপ নিউজ বাতিল লাইসেন্স


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর