Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অর্থপাচার মামলায় জেলার সোহেলের জামিন


১৬ জুন ২০২০ ১৬:০৬

ঢাকা: চট্রগ্রাম কারাগারের বরখাস্ত হওয়া জেলার সোহেল রানার অর্থ পাচার মামলায় পাসপোর্ট জমা থাকার শর্তে জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৬ জুন) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ জামিন দেন।

জামিনের শর্ত হিসেবে সোহেল রানার পাসপোর্ট জমা থাকবে। পুলিশ প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়।

তবে আদালতের এ আদেশে বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মো. খুরশিদ আলম খান।

রানার জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী নাহিদ সুলতানা জ্যুতি ও শাকিলা রওশন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল কাজী শামসুন নাহার কনা ও মাহজাবিন রাব্বানী দীপা।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ২৭ অক্টোবর ভৈরব রেলওয়ে স্টেশনে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসের একটি বগি থেকে সোহেল রানাকে একটি ব্যাগসহ আটক করে রেল পুলিশ।

পরে ওই ব্যাগে তল্লাশি করে ৪৪ লাখ ৪৩ হাজার টাকা, আড়াই কোটি টাকার তিনটি এফডিআরের কাগজ, ১ কোটি ৩০ লাখ টাকার তিনটি ব্যাংক চেক, পাঁচটি চেক বই ও ১২ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রানা পুলিশকে বলেছিলেন, ওই টাকার মধ্যে ৫ লাখ তার নিজের, বাকি টাকা অন্যদের।

পরে তার বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানায় অর্থপাচার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করেন রেল পুলিশের উপপরিদর্শক আশরাফ।

অর্থ পাচার মামলাটি তদন্ত করছে দুদক। সোহেল রানা বর্তমানে কিশোরগঞ্জ কারাগারে আছে।

অর্থ পাসপোর্ট বরখাস্ত সোহেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর