Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে ইউপি সদস্যের মৃত্যু


১৬ জুন ২০২০ ১৬:৩৩

বান্দরবান: বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে কুহালং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা চাইন ছাহ্লা মারমার (৩৬) মৃত্যু হয়েছে। সোমবার (১৫জুন) রাতে কুহালং ইউনিয়নের বাকিছড়া এলাকার মাঝের পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সোমবার রাতে ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য চাইন ছাহ্লা মারমাকে (৩৬) অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি করে। পরে তাকে আহত অবস্থায় প্রথমে বান্দরবান সদর হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, ইউপি সদস্য চাইন ছাহ্লাকে বাকি ছড়া লামার পাড়ার বাসিন্দা মংউসে মারমা বাসা থেকে ডেকে নিয়ে যায়। পড়ে অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে গুলি করলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পর সে মারা যায়।

কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার পর ওই এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

ইউপি সদস্য গুলিতে মৃত্যু সন্ত্রাসী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর