Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শামীমাকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে না’


১৬ জুন ২০২০ ১৬:৫৮

ঢাকা: জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্য, ব্রিটিশ নাগরিক শামীমা বেগম বিষয়ে বাংলাদেশ সরকারের সুস্পষ্ট অবস্থান হলো- তিনি কখনোই বাংলাদেশের নাগরিক ছিলেন না; এ সংক্রান্ত তার কোনো অধিকারও নেই। ফলে তাকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মঙ্গলবার (১৬ জুন) গণমাধ্যমে বার্তা পাঠিয়ে ব্রিটিশ নাগরিক শামীমা বেগম বিষয়ে সরকারের অবস্থান জানানো হয়।

বার্তায় বলা হয়, ‘ব্রিটিশ নাগরিক শামীমা বেগম বিষয়ক সংবাদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছে। বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায়, শামীমা ১৫ বছর বয়সে সিরিয়ায় গিয়ে আইএস-এ যোগদান করেন। এরই পরিপ্রেক্ষিতে গত বছর ফেব্রুয়ারিতে ব্রিটিশ সরকার তার নাগরিকত্ব বাতিল করে। ব্রিটিশ সরকারের এ সিদ্বান্তের বিরুদ্ধে তিনি সে দেশের হাইকোর্ট এবং স্পেশাল ইমিগ্রেশন আপিলস কমিশনে আপিল করেন। ওই দেশের আদালতগুলো শামীমা বেগমের আবেদন খারিজ করে দেন এবং তাকে বাংলাদেশি বংশোদ্ভূত বলে উল্লেখ করেন।’

বার্তায় আরও বলা হয়, ‘এ বিষয়ে বাংলাদেশ সরকারের সুস্পষ্ট অবস্থান হলো- ব্রিটিশ নাগরিক শামীমা বেগম কখনোই বাংলাদেশের নাগরিক ছিলেন না; এ সংক্রান্ত তার কোনো অধিকারও নেই এবং তাকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়ারও কোনো অবকাশ নেই।’

অনুমতি আইএস পররাষ্ট্র মন্ত্রণালয় শামীমা বেগম

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর