সিলেট: প্রায় ২০ দিন হলেও এখনো করোনাভাইরাস মুক্ত হননি সিলেটের প্রয়াত নেতা বদর উদ্দিন আহমদ কামরানের স্ত্রী আসমা কামরান। স্বামীর মৃত্যুর আগের দিন সকালে তার নমুনা ফলোআপ পরীক্ষার জন্য দেওয়া হয়েছিলো। মঙ্গলবার (১৬ জুন) রাতে রিপোর্ট পজেটিভ আসে বলে জানিয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাব সূত্র।
আসমা কামরান করোনা আক্রান্ত হয়েছিলেন গত ২৭ মে। এর মধ্যে ৫ জুন করোনা আক্রান্ত হন তার স্বামী সিলেটের সাবেক মেয়র ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন আহমদ কামরান। ফলে বদর উদ্দিন আহমদ কামরানকে নিয়ে ব্যস্ত থাকায় ফলোআপ রিপোর্ট করাতে পারেননি আসমা কামরান। স্বামীর মৃত্যুর কয়েক ঘণ্টা আগে ফলোআপ রিপোর্টের জন্য তার নমুনা দেওয়া হয়। মঙ্গলবার রাতে সেই রিপোর্ট আসে তিনি আবারও পজেটিভ। এজন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে আইসোলেশনে থাকতে হচ্ছে।