Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একদিনে ৪ হাজার শনাক্তের রেকর্ড, মৃত্যু আরও ৪৩ জনের


১৭ জুন ২০২০ ১৪:৪০ | আপডেট: ১৭ জুন ২০২০ ১৯:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দেশে প্রথমবারের মতো একদিনে চার হাজারের বেশি মানুষের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল চার হাজার আট জন। এ নিয়ে দেশে ৯৮ হাজার ৪৮৯ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হলো।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৪৩ জন মারা গেছেন। এ নিয়ে এক হাজার ৩০৫ জন মারা গেলেন করোনায় আক্রান্ত হয়ে। অন্যদিকে, একই সময়ে সুস্থ হয়েছেন এক হাজার ৯২৫ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত ৩৮ হাজার ১৮৯ জন সুস্থ হয়ে উঠলেন।

বুধবার (১৭ জুন) কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য তুলে ধরেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বিজ্ঞাপন

বুলেটিনে ডা. নাসিমা ‍সুলতানা বলেন, ৬১টি ল্যাবের মধ্যে ৫৯টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮ হাজার ৯২২টি। এর মধ্যে নমুনা পরীক্ষা হয়েছে ১৭ হাজার ৫২৭টি। সব মিলিয়ে মোট ৫ লাখ ৫১ হাজার ২৪৪টি নমুনা পরীক্ষা হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন চার হাজার আট জন। সব মিলিয়ে ৯৮ হাজার ৪৮৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হলেন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২২ দশমিক ৮৬ ভাগ। আর এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের হার ১৭ দশমিক ৮৬ ভাগ।

ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৪৩ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা এক হাজার ৩০৫ জন। গত ২৪ ঘণ্টায় মৃত ৪৩ জনের মধ্যে পুরুষ ২৮ জন, নারী ১৫ জন। ১ দশমিক ৩৩ শতাংশ। এছাড়া একই সময়ে হাসপাতাল ও বাসায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন আরও এক হাজার ৯২৫ জন। এ নিয়ে মোট ৩৮ হাজার ১৮৯ জন সুস্থ হলেন। সংক্রমণ বিবেচনায় সুস্থতার হার ৩৮ দশমিক ৭৭ শতাংশ।

অনলাইন বুলেটিন করোনাভাইরাস কোভিড-১৯

বিজ্ঞাপন

টিকটকের মেডিটেশন ফিচার
২১ জুলাই ২০২৫ ১৭:৪৯

আরো

সম্পর্কিত খবর