উপাচার্যদের সঙ্গে অনলাইন সভা করতে যাচ্ছে ইউজিসি
১৮ জুন ২০২০ ০০:৪৬
স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: করোনা সংক্রমণের কারণে বন্ধ থাকা বর্তমান শিক্ষা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের অনলাইন সভায় ডেকেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
সভা অনুষ্ঠিত হবে ২৫ জুন।
বুধবার (১৭ জুন) ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মো. কামাল হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত সভার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
এতে বলা হয়, করোনা পরিস্থিতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এ সংকটকালে শিক্ষার্থী-অভিভাবকদের সুবিধার্থে কীভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা যায় সে সস্পর্কে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মতামত জানতে চেয়ে ইতোমধ্যে দুই দফায় পত্র পাঠানো হয়। এরপরও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে শিক্ষা কার্যক্রম শুরু করা হয়নি।
এ কারণে নতুনভবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে সেশনজটে পড়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে ইউজিসি উদ্বেগ প্রকাশ করছে।
ইউজিসি সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতির মধ্যে অনলাইনে শিক্ষা কার্যক্রম শুরু করতে উপাচার্যকে নির্দেশনা দেওয়া হতে পারে। এতে দেশের সব পাবলিক বিশ্বদ্যিালয়ের উপাচার্যরা উপস্থিত থাকবেন।
সারাবাংলা/টিএস/জেএইচ