Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লিবিয়ায়ে ২৬ বাংলাদেশি হত্যা: দুই মানবপাচারকারী রিমান্ডে


১৮ জুন ২০২০ ০০:৫২

ঢাকা: লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত্যার ঘটনায় গ্রেফতার আরও দুই মানবপাচারকারীর তিনদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৭ জুন) শুনানি শেষে ঢাকার ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান এ আদেশ দেন।

রিমান্ড যাওয়া আসামিরা হলেন কবির হোসেন (এজহারভুক্ত) ও নাছির উদ্দিন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে রাজধানীর পল্টন থানার দায়ের করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য স্বার্থে দশ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকা বিচারক এ আদেশ দেন।

গত মঙ্গলবার আসামিদের গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য, গত ২৮ মে লিবিয়ায় মানবপাচারকারীদের হাতে ২৬ বাংলাদেশি নিহত ও ১২ জন আহত হন। ওই ঘটনায় ৩৮ জনকে আসামি করে গত ২ জুন রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়। এরপর আরও বিভিন্ন থানায় ২২টি মামলা দায়ের হয়।

আদালত মানবপাচার লিবিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর