Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে আটক ২ অস্ত্র কারিগর


৬ মার্চ ২০১৮ ০৯:২৩ | আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ১৯:৪৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

কক্সবাজার : কক্সবাজারের পেকুয়ায় একটি অস্ত্র তৈরির কারখানা থেকে বিপুল পরিমান অস্ত্রসহ ২ জন অস্ত্র তৈরির কারিগরকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। আটকরা হলেন-  আব্দুল কাদের ও ছৈয়দ নুর।

সোমবার সন্ধ্যায় পেকুয়ার নাপিতখালী এলাকায় রিক্সার গ্যারেজে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ সময় সেখান থেকে ১১টি দেশি অস্ত্র, ২২ রাউন্ড গুলি ও বিপুল পরিমান অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

সোমবার রাতে র‌্যাবের কক্সবাজার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‌্যাব কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন।

তিনি জানান, মূলত রিক্সার গ্যারেজকেই অস্ত্র তৈরির কারখানা হিসেবে ব্যবহার করতো তারা। এসব অস্ত্র সন্ত্রাস ও ডাকাতির কাজে ব্যবহার করা হতো।

সারাবাংলা/আইএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর