Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়কে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ আইজিপির, গ্রেফতার ১০৯


১৮ জুন ২০২০ ১৬:৪৯

ঢাকা: সড়ক-মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চাঁদাবাজি বন্ধ করতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) নির্দেশ দেওয়ার পর পুলিশের বিভিন্ন ইউনিটের অভিযানে এ পর্যন্ত ১০৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি মিডিয়া) সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত ১ জুন থেকে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের সং‌শ্লিষ্ট ইউনিটগুলোর অভিযানে সড়ক-মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গাড়ি থেকে অবৈধভাবে চাঁদা তোলার অভিযোগে ৫১টি মামলায় মোট ১০৯ জন‌কে গ্রেফতার করা হয়েছে।’

চলতি মাসের শুরুর দিকে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর (আইজিপি) ড. বেনজীর আহমেদ যানবাহনে চাঁদাবাজি বন্ধ করতে উদ্যোগ নেন। এ লক্ষ্যে সড়ক ও প‌রিবহন মা‌লিক শ্রমিক নেতাদের সঙ্গে পু‌লিশ সদর দফতরে আ‌য়ো‌জিত এক সভায় আলোচনার পর তিনি পুলিশের ইউনিটগুলোকে চাঁদাবাজ‌দের বিরু‌দ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

আইজিপি’র নির্দেশনা অনুযায়ী পুলিশের সং‌শ্লিষ্ট ইউনিটগুলো সড়ক-মহাসড়কে চাঁদাবাজদের বিরু‌দ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে চ‌লে‌ছে। যানবাহনে যে কোনো ধরনের চাঁদাবাজি শূন্যের কোঠায় নামিয়ে আনতে বাংলাদেশ পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হযেছে।

অপরাধ আইজিপি গ্রেফতার সড়কে চাঁদাবাজি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর