শরীয়তপুর: শরীয়তপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের কাসাভোগ এলাকায় নিজ বাড়ির কাছে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের আরোহী পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। নিহত পুলিশ সদস্যের নাম মাহবুব আলম রিপন (২৭)।
পরিবার সূত্রে জানা যায়, রিপন ঢাকা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাকরি করতেন। কিছুদিন আগে তিনি ছুটি নিয়ে বাড়ি আসেন। ছুটি শেষে চাকরিতে যোগদান করার করার কথা ছিল তার। নিহতের বাবার নাম মুক্তিযোদ্ধা নুরু মিয়া।
পুলিশ জানায়, কাসাভোগ এলাকায় মোটরসাইকেল নিয়ে বাড়িতে যাচ্ছিলেন পুলিশ সদস্য রিপন। এসময় মোটরসাইকেলকে অপরদিক থেকে আসা একটি বালিভর্তি মাহিন্দ্র ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।