Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কামরাঙ্গীরচরে কারখানা থেকে পোশাক কর্মীর মরদেহ উদ্ধার


১৮ জুন ২০২০ ১৯:৩৭

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরে ১২ নম্বর নার্সারি গলির একটি কারখানা থেকে সুজন (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সুজন ওই কারখানার শ্রমিক ছিলেন।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরের দিকে ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ বেলা সাড়ে ৩টার দিকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। কারখানাটির ভেতরে শ্রমিক সুজন একাই ছিলেন। তবে বাইরে থেকে মূল দরজা তালা দেওয়া ছিল।

মৃত সুজন পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কুমারখালী গ্রামে। তার বাবার নাম জিন্নাত তালুকদার। বর্তমানে স্ত্রীকে নিয়ে হাজারীবাগ বৌ বাজার এলাকায় ভাড়া থাকতেন।

হাজারীবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুর রশিদ জানায়, দুপুরে স্বামী-স্ত্রী ঝগড়া হয়। এরপর সুজন রাগ করে ভাত না খেয়ে কারখানায় চলে আসে। কারখানায় সুজন গলায় ফাঁস নেয়। পরে খবর পেয়ে সুজনের স্ত্রী কারখানায় গিয়ে বাইরে থেকে তালা দেখতে পান।

এসআই আরও জানান, কারখানার মালিক আলি হোসেন সুজনকে ভেতরে তালা মেরে রেখেই ভাত খেতে যায়। স্থানীয় অনেকেই ফাঁকা দিয়ে দেখে সুজন আড়ার সঙ্গে রশি দিয়ে ঝুলছে। পরে তালা ভেঙে কারখানায় ঢুকে সুজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ডে) পাঠানো হয়েছে।

কামরাঙ্গীরচর কারখানা পোশাক কারখানা মরদেহ মৃতদেহ

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর