জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার গুয়াবাড়িঘাটে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ফারজানা বেগম (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ৪ জন অটোরিকশা যাত্রী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে হিচমী-পাঠানপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ফারজানা বেগম জয়পুরহাট সদর উপজেলার হারাইল গ্রামের আরমান হোসেনের স্ত্রী। আহতরা হলেন সদর উপজেলার বড় তাঁরা গ্রামের মৌসুমি আক্তার (২০), আলেমা বেগম (৬০) ও আয়েশা সিদ্দীকা (৩৫)।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, বড় তাঁরা এলাকা থেকে কিছু যাত্রী নিয়ে একটি অটোরিকশা জয়পুরহাট শহরে যাচ্ছিল। পথে গুয়াবাড়িঘাট এলাকায় পাঠানপাড়াগামী যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ফারজানা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এঘটনায় অটোরিকশায় থাকা ৪ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন।