Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রনক হত্যায় ৫ জন গ্রেফতার, ছুরি জব্দ


৬ মার্চ ২০১৮ ১০:১৯ | আপডেট: ৬ মার্চ ২০১৮ ১২:২৭

স্টাফ করেসপন্ডেন্ট

শাখাঁরীবাজারে আবির উৎসবে কলেজছাত্র মোহাম্মদ রনককে (১৯) খুনের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও জব্দ করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী কমিশনার সুমন কান্তি চৌধুরী জানান, সেমবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার বেলা ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হয়।

গত ১ মার্চ (বৃহস্পতিবার) বেলা ১২টার দিকে পুরান ঢাকার শাখারী বাজারে রনককে খুন করা হয়। রনক কামরাঙ্গীরচর রনি মার্কেট এলাকার মো. শহিদ মিয়ার ছেলে। সে আজিমপুর নিউ পল্টন লাইন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল।

রনকের বন্ধুরা জানায়, রনকসহ তারা চার বন্ধু হলি উৎসব দেখতে পুরান ঢাকার শাখারী বাজার এলাকায় যায়। সেখানে কয়েকজন যুবক রনককে ছুরিকাঘাত করে। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বেলা দেড়টায় মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/এসআর/একে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর