Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাছ পরিচর্যার সময় ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু


১৯ জুন ২০২০ ১৭:৪৪ | আপডেট: ১৯ জুন ২০২০ ১৭:৪৯

ঢাকা: রাজধানী ভাটারা চেয়ারম্যান বাড়ি এলাকায় বাসার ছাদ থেকে পরে মদন মালাকার (৫৫) নামে এক ব্যবসায়ী মারা গেছেন। শুক্রবার (১৯জুন) দুপুর দেড়টার দিকে ঘটনাটি ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বেলা ৩টার দিকে মৃত ঘোষনা করে।

নিহতের শ্যালক বিপ্লব মালাকার জানায়, মদন মালাকার বুটিক কাপড়ের ব্যবসা করতেন। ভাটারা -২/এ রোডের চেয়ারম্যানবাড়ী এলাকায় তাদের নিজস্ব বাড়ি। চতুর্থ তলার ছাদে বিভিন্ন প্রকার ফলের গাছ আছে।

তিনি আরও জানান, দুপুড়ে গাছগুলো পরিচর্যা করতে গিয়ে নিচে পড়ে আহত হন। পরে তাকে পরিবারের লোকজনে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানায়, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ছাদ থেকে পড়ে মৃত্যু ঢাকা মেডিকেল ঢামেক ব্যবসায়ী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর