করোনা চিকিৎসায় হাসপাতালে অর্থ ও সুরক্ষা সামগ্রী দিলেন নওফেল
২০ জুন ২০২০ ০০:৫১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় করোনায় আক্রান্তদের চিকিৎসায় স্বেচ্ছাশ্রমে গড়ে তোলা একটি হাসপাতালে সহায়তা দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। হাসপাতালটিতে নগদ ১ লাখ টাকা ও সুরক্ষা সামগ্রী দিয়েছেন তিনি।
শুক্রবার (১৯ জুন) বিকেলে উপমন্ত্রী ‘বন্দর-ইপিজেড-পতেঙ্গা করোনা হাসপাতাল’ পরিদর্শনে যান। এসময় তার বাবার নামে গড়ে তোলা ‘এবিএম মহিউদ্দিন চৌধুরী’ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই সহায়তা দেন তিনি। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিদর্শনের সময় উপমন্ত্রী ডাক্তার, নার্স, স্বেচ্ছাসেবক এবং রোগীদের সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন।
এসময় শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের যে কোনো সংকট নিরসনে সাহসিকতার সাথে সামনে থেকে নেতৃত্ব দেন। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। করোনা মহামারির সংকট নিরসনে বঙ্গবন্ধুর কন্যা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।’
পরিদর্শনের সময় উপমন্ত্রীর সঙ্গে বন্দর-ইপিজেড-পতেঙ্গা করোনা হাসপাতালের প্রধান উদ্যোক্তা মোহাম্মদ হোসেন আহমদ এবং এলাকার জাকির আহমেদ খোকন, আমির হামজা উপস্থিত ছিলেন।