Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাহমুদুর রহমানের মানহানি মামলার প্রতিবেদন দাখিলের নির্দেশ


৬ মার্চ ২০১৮ ১২:২১

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে সন্ত্রাসের জনক বলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে একটি মানহানি মামলায় প্রতিবেদন দাখিলের জন্য ১৭ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা মহানগর হাকিম এ কে এম মঈন উদ্দিন সিদ্দিকীর আদালতে মামলার আবেদন করেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী।

বেলা ১১টার দিকে মামলাটির শুনানি শেষে আগামী ১৭ এপ্রিলের মধ্যে ঘটনাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দেওয়ার জন্য তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেয়া হয়েছে।

বাদীর আইনজীবী আবুল কালাম আজাদ মামলার বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১ মার্চ বগুড়ার একটি হোটেলে সাংবাদিক ও পেশাজীবীদের সাথে মত বিনিময়কালে মাহমুদুর রহমান তার বক্তব্যে বলেন  ‘বাংলাদেশে সন্ত্রাসের আমদানিকারক বর্তমান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বাংলাদেশে সন্ত্রাসের জনকের নাম হচ্ছে হাসানুল হক ইনু’।

অভিযোগে আরও বলা হয়, মাহমুদুর রহমান বাংলাদেশ ও ভারত সরকারের দেশ- বিদেশের কাছে সম্মান হানি করেছে।  যার আর্থিক মূল্য এক হাজার কোটি টাকার সমান, একই সঙ্গে রাষ্ট্রদ্রোহীতারও সামিল।

সারাবাংলা/ এআই/আইএ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর