নিজ গ্রামে শায়িত হবেন কিংবদন্তি সাংবাদিক কামাল লোহানী
২০ জুন ২০২০ ১৩:৩৩
ঢাকা: ভাষা সৈনিক, গুণী সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর মরদেহ দাফন করা হবে নিজ জন্মভিটা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় খান সনতলা গ্রামে।
কামাল লোহানীর ছেলে সাগর লোহানী জানান, শনিবার দুপুর ২টায় মরদেহ নিয়ে যাওয়া হবে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় অফিস প্রাঙ্গলে। এরপর সেখান থেকে মরদেহ নেওয়া হবে খান সনতলা গ্রামে।
এলাকায় আরেকটি জানাজা শেষে বিকেলে কামাল লোহানীর মরদেহ দাফন করা হবে। এ ক্ষেত্রে স্বাস্থ্যবিধি অনুসরণ করা হবে বলে সাগর লোহানী জানান।
শনিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অব্স্থায় মারা যান একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক কামাল লোহানী।
তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।