Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু, শনাক্ত ৩২৪০ জন


২০ জুন ২০২০ ১৪:৫৯ | আপডেট: ২১ জুন ২০২০ ১৯:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: নভেল করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪২৫ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ২৪০ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৮ হাজার ৭৭৫ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ফিরেছেন ১ হাজার ৪৮ জন করোনা রোগী। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৯৯৩ জন।

শনিবার (২০ জুন) দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

গত ১৬ জুন দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়। ওইদিন ৫৩ জন মৃত্যুবরণ করার তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

এ ছাড়া ১৭ জুন বুলেটিনে ৪ হাজার ৮ জন শনাক্ত হওয়ার তথ্য জানানো হয়। যা একদিনে সর্বোচ্চ শনাক্ত হওয়া রোগী।

বুলেটিনে বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ডা. নাসিমা সুলতানা।

করোনা করোনা মোকাবিলা কোভিড-১৯ টপ নিউজ নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর