Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে কথিত বন্দুকযুদ্ধে ‘ইয়াবা বিক্রেতা’ নিহত


২০ জুন ২০২০ ১৫:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে। ওই যুবক ইয়াবা বিক্রেতা বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তারা।

শনিবার (২০ জুন) ভোরে নগরীর ইপিজেড থানার আকমল আলী রোডে সাগর সংলগ্ন বেড়িবাঁধে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে বলে দাবি র‌্যাবের।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ জানান, সাগরপথে আসা একটি মাদকের চালান আটকের অভিযানে গেলে ৪-৫ জন যুবক র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। আত্মরক্ষায় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুঁড়ে।

গোলাগুলির পর ঘটনাস্থল থেকে আনুমানিক ২৫ বছর বয়সী গুলিবিদ্ধ এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। নিহত যুবকের পরিচয় জানাতে পারেনি র‌্যাব।

বিজ্ঞাপন

ঘটনাস্থল থেকে একটি ব্যাগ ভর্তি এক লাখ পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, একটি এলজি ও ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তা সোহেল।

ইয়াবা বন্দুকযুদ্ধ যুবক নিহত র‍্যাব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর