Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভার্চুয়াল আদালতে ২৫ দিনে ৩৯ হাজার ২০২ জনের জামিন


২০ জুন ২০২০ ১৫:৫৬ | আপডেট: ২০ জুন ২০২০ ১৫:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুসারে সারাদেশের সব অধস্তন ভার্চুয়াল আদালতে ২৫ কার্যদিবসে ৩৯ হাজার ২০২ জনের জামিন মঞ্জুর হয়েছে। শনিবার (২০ জুন) সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

গত ১১ মে থেকে সারাদেশে ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরুর পর ১৮ জুন পর্যন্ত মোট ২৫ কার্যদিবসে ৭৩ হাজার ১১৬টি জামিন আবেদনের শুনানি হয়েছে। এর মধ্যে ৩৯ হাজার ২০২ আসামির জামিন দিয়েছেন ভার্চুয়াল আদালত।

এছাড়া ২৫ কার্যদিবসে ভার্চুয়াল আদালতের মাধ্যমে ৫৩৬ শিশু জামিন পেয়েছে। এরই মধ্যে ৪৭১ শিশুকে তাদের অভিভাবকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।

বিজ্ঞাপন

গত ১০ মে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দেন সুপ্রিম কোর্ট প্রশাসন। এছাড়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি চেম্বার আদালত এবং হাইকোর্ট বিভাগে একাধিক ভার্চুয়াল বেঞ্চ গঠন করা হয়। এরপর থেকে নিম্ন আদালতে ভার্চুয়াল কোর্টে জামিন শুনানি শুরু হয়।

ভার্চুয়াল আদালত সুপ্রিম কোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর