Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসপাতাল থেকে পালিয়ে করোনা রোগীর আত্মহত্যা


২০ জুন ২০২০ ১৭:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর আদাবরে হাসপাতাল থেকে পালিয়ে আসা আব্দুল মান্নান খন্দকার (৪২) নামের এক করোনা রোগী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শনিবার (২০ জুন) সকালের দিকে আদাবরের হোসেন হাউজিংয়ের পাশের একটি কাঁঠাল গাছ থেকে মান্নানের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা।

আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোমিন বলেন, সকালের দিকে খবর পেয়ে আদাবর হোসেন হাউজিংয়ের সেনসেশন অ্যাপার্টমেন্টের পাশে কাঁঠাল গাছ থেকে ঝুলন্ত অবস্থায় আব্দুল মান্নান এর মৃতদেহ উদ্ধার করা হয়। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসআই মোমিন বলেন, ‘আবদুল মান্নান ওই অ্যাপার্টমেন্টের নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করতো। ১১ তলার ছাদের একটি কক্ষে স্ত্রী ও সন্তানকে নিয়ে থাকতো। মান্নান করোনায় আক্রান্ত হয়ে ১৫ জুন মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হয়। সেখান থেকে গতকাল রাতে পালিয়ে এসেছে সে। পরে সকালে কাঁঠাল গাছে তার ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, তার স্ত্রী এবং ছেলেও করোনায় আক্রান্ত। তারা ওই অ্যাপার্টমেন্টের ছাদের কক্ষটিতে আইসোলেশনে আছে।

আত্মহত্যা আদাবর করোনা রোগী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর