মুন্সীগঞ্জ: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মুন্সীগঞ্জে উপজেলা হিসাবরক্ষকসহ ২ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) এই দুইজনের মৃত্যু খবর পাওয়া গেছে।
জানা যায়, মুন্সীগঞ্জ শ্রীনগরের উপজেলা হিসাবরক্ষক অফিসার হুমায়ুন কবির (৫৯) করোনা আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসারত অবস্থায় দুপুরে তিনি মারা গেছেন।
এর আগে, সকালে টঙ্গীবাড়ী উপজেলার আব্দুল্লাহপুর এলাকার বাসিন্দা হরিদাস ভদ্র (৭০) নামের এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মৃত্যুবরণ করে। তিনি হস্তশিল্পের একজন কারিগর ছিলেন।