আফগানিস্তানে তালেবান-পুলিশ সংঘর্ষ, মৃত ১৮
২০ জুন ২০২০ ১৮:৩৪
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকুতিয়া প্রদেশে তালেবান জঙ্গি ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে ১৭ তালেবান ও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে এবং দুই পক্ষে আহত হয়েছেন আরও ১৪ জন।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে শনিবার (২০ জুন) এ খবর জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, শুক্রবার (১৯ জুন) শেষ রাতের দিকে পাকুতিয়া প্রদেশের সার রওজা এলাকায় তালেবান জঙ্গিরা পুলিশের একটি নিরাপত্তা চৌকিতে চোরাগোপ্তা হামলা চালায়।
তালেবানের ওই হামলার জবাবে পুলিশ পাল্টা গুলি চালালে ১৭ তালেবান সদস্যের মৃত্যু হয়, আহত অবস্থায় আটক হয় আরও ১২ জন এবং বাকিরা পালিয়ে যায়।
এছাড়াও, ঘন্টাব্যাপী দ্বিপাক্ষিক ওই লড়াইয়ে এক পুলিশ সদস্যেরও মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন দুই জন।
সে সময়, জঙ্গিরা প্রচুর পরিমাণ গোলাবারুদ ও ২২টি মোটর সাইকেল ফেলে যায়।