২৪ ঘণ্টায় মৃত্যু ৩৯, শনাক্ত ৩৫৩১ জন
২১ জুন ২০২০ ১৫:০৩
ঢাকা: নভেল করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৯ জন। একই সময়ে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫৩১ জন করোনা রোগী। এ নিয়ে করোনাভাইরাসে মারা যাওয়া মোট রোগীর সংখ্যা ১৪৬৪ জন। আক্রান্ত রোগীর সংখ্যা মোট ১ লাখ ১২ হাজার ৩০৬ জন।
করোনাভাইরাস বিষয়ক নিয়মিত ব্রিফিংয়ে রোববার (২১ জুন) এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৫৪৮টি। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২২ দশমিক ৬৬ শতাংশ। আর শনাক্তের বিপরীতে মৃত্যুর হার ১ দশমিক ৩০ শতাংশ।
ব্রিফিংয়ে জানানো হয়, মারা যাওয়া ৩৯ জনের মধ্যে ৩৫ জন পুরুষ ও চারজন নারী। আক্রান্তদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৩ জন ও বাড়িতে মৃত্যুবরণ করেছেন ৬ জন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১৬ জন ও চট্টগ্রাম বিভাগের ১১ জন।
করোনা ব্রিফিং করোনা মোকাবিলা করোনাভাইরাস কোভিড-১৯ নাসিমা সুলতানা