Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় মারা গেলেন ন্যাশনাল লাইফের এমডি


২১ জুন ২০২০ ১৬:১৪ | আপডেট: ২১ জুন ২০২০ ১৬:১৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও মুখ্য নির্বাহী কর্মকর্তা জামাল এম এ নাসের করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন।

শনিবার (২০ জুন) দিবাগত রাত ৩টায় রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত দুই সপ্তাহ ধরে তিনি এই এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ন্যাশনাল লাইফের একাধিক কর্মকর্তা সারাবাংলাকে জামাল নাসেরের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

দেশের বিশিষ্ট বিমা ব্যক্তিত্ব ও বিমা শিল্পে দক্ষ সংগঠক হিসেবে সুপরিচিত জামাল এম এ নাসের ২০১১ সালে ন্যাশনাল লাইফে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন। ২০১২ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রায় আট বছর তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন

জামাল এম এ নাসেরের মৃত্যুতে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান আলহাজ মোরশেদ আলম এমপিসহ এনএলআই পরিবার গভীর শোক প্রকাশ করেছে।

করোনাভাইরাস করোনায় আক্রান্ত জামাল এম এ নাসের টপ নিউজ ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স

বিজ্ঞাপন

সন্তান নিতে চান জয়া আহসান
৫ জুলাই ২০২৫ ২০:১৪

আরো

সম্পর্কিত খবর