লন্ডন গেলেন ১৮৭ যাত্রী
২১ জুন ২০২০ ১৬:৫৯
ঢাকা: বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে লন্ডনের উদ্দেশে উড়াল দিয়েছেন আটকে পড়া ১৮৭ নাগরিক। করোনাভাইরাসের কারণে তারা দেশে আটকা পড়েছিলেন।
রোববার (২১ জুন) দুপুর ১২টা ২ মিনিটে ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় বলে সারাবাংলাকে নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ মহাব্যবস্থাপক (ডিজিএম-পিআর) তাহেরা খন্দকার।
তিনি জানান, ফ্লাইটে যাওয়া যাত্রীরা বিভিন্ন পেশাজীবী। তারা করোনাভাইরাসের কারণে বাংলাদেশে আটকে ছিলেন। স্বাস্থ্যবিধি মেনেই তাদের নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনেই ফ্লাইট পরিচালনা করছে বাংলাদেশ এয়ারলাইন্স।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে লন্ডনের সঙ্গে বাংলাদেশের নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ছিলো। করোনার জন্য গত ২১ মার্চ থেকে নিয়মিত ফ্লাইট বন্ধ হয়। তবে চাটার্ড ফ্লাইট চালু ছিলো।
অপরদিকে, গত ১৬ জুন থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়েছে।