Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন এমপি মোকাব্বির


২১ জুন ২০২০ ১৯:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খানের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। রোববার (২১ জুন) দুপুর ২টায় তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) থেকে রিলিজ দেওয়া হয়েছে।

গণফোরাম আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এখন থেকে মোকাব্বির খান বাসায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে থাকবেন।

এসময় তিনি আহ্বায়ক কমিটির সদস্য মোকাব্বির খানের জন্য দোয়া, খোঁজ-খবর নেওয়ার জন্য দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, গত ১৫ জুন শ্বাসকষ্ট নিয়ে সিএমএইচে ভর্তি হয়েছিলেন সংসদ সদস্য মোকাব্বির খান। এরপর ১৬ জুন তার করোনাভাইরাস টেস্টে রিপোর্ট পজেটিভ আসে।

বিজ্ঞাপন

করোনাভাইরাস মোকাব্বির খান সংসদ সদস্য সিএমএইচ সিলেট-২