Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে করোনায় আক্রান্ত প্রবীণ চিকিৎসকের মৃত্যু


২২ জুন ২০২০ ১৪:৩৪

চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রামের প্রবীণ চিকিৎসক ললিত কুমার দত্ত। নাক, কান ও গলা বিশেষজ্ঞ হিসেবে তিনি চট্টগ্রামে সুপরিচিত ছিলেন।

রোববার (২১ জুন) রাত ১১ টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে এই চিকিৎসকের মৃত্যু হয়েছে।

৭৭ বছর বয়সী ললিত কুমার দত্তের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। তবে চট্টগ্রাম নগরীর দক্ষিণ নালাপাড়ায় নিজ বাড়িতে থাকতেন তিনি।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব সারাবাংলাকে জানিয়েছেন, এক সপ্তাহ আগে নিজ বাসায় স্ট্রোক করার পর তাকে নগরীর মেহেদিবাগে ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সংগ্রহ করা নমুনা পরীক্ষায় তার কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসে। এরপর গত শুক্রবার তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আব্দুর রব বলেন, ‘ললিত দত্তের প্রচুর শ্বাসকষ্ট ছিল। অনেকটা কোমায় চলে গিয়েছিলেন। শুরু থেকেই তাকে আইসিইউ সাপোর্টে রাখা হয়েছিল। উনার জামাতা রতন বিকাশও জেনারেল হাসপাতালে নাক, কান, গলা বিভাগের স্পেশালিস্ট। উনিসহ আমরা খুব চেষ্টা করেছি। কিন্তু শেষপর্যন্ত বাঁচানো যায়নি।’

চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণে ও উপসর্গ নিয়ে এ পর্যন্ত ছয় চিকিৎসকের মৃত্যু হয়েছে।

করোনা করোনাভাইরাস চট্টগ্রাম

বিজ্ঞাপন

সাকিবদের টি-১০ লিগে হচ্ছেটা কী!
২৬ নভেম্বর ২০২৪ ১৩:৩৫

আরো

সম্পর্কিত খবর