Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএসসিসির কম্পিউটার অপারেটর ইসহাক বরখাস্ত


২২ জুন ২০২০ ১৪:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সম্পত্তি বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. ইসহাক সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (২২ জুন) ডিএসসিসি সচিব আকতারুজ্জামানের স্বাক্ষরিত অফিস আদেশ তাকে বরখান্ত করা হয়।

আদেশে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন চাকুরি বিধিমালা ২০১৯ এর বিধি ৪৯ (খ) ও (চ) মতে যথাক্রমে অসদাচরণ এবং আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে বিভাগীয় মামলা রুজুসহ ইসহাককে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই বিধিমালার বিধি ৫৫ (১) মতে তাকে চাকুরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

মো. ইশহাকের বিরুদ্ধে অভিযোগ, তিনি সংস্থার বিভিন্ন রাজস্ব খাতের প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা করপোরেশনের তহবিলে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন।

বিজ্ঞাপন

এর আগে, গত মাসে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামান ও উপপ্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদারকে বরখাস্ত করেন।

অর্থ আত্মসাৎ টপ নিউজ ডিএসসিসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর