Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘চীনে করোনা ভ্যাকসিন আবিষ্কার হলে আগে পাবে বাংলাদেশ’


২২ জুন ২০২০ ১৫:৪৭

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চীন করোনা ভ্যাকসিন নিয়ে কাজ করে যাচ্ছে। তাদের কাজে অগ্রগতিও অনেক। এই ভ্যাকসিন আবিষ্কার হলে সবার আগে অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে পাঠাবে বলে চীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

সোমবার (২২ জুন) চীন থেকে আসা প্রতিনিধি দলকে বিমানবন্দরে বিদায় জানানো শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চীনের মহামারির সময় বাংলাদেশ যেভাবে পাশে ছিল, সেই উদারতার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের জন্য সবার আগে সহায়তার হাত বাড়িয়ে দেবে দেশটি।’

প্রতিনিধিদলের বাংলাদেশ সফর নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কোভিড প্রতিরোধে বাংলাদেশের কাজে চীনা দল সন্তুষ্ট হয়েছে, তবে কোভিড মোকাবিলায় আরও কিছু জায়গায় উন্নতি করার সুযোগ রয়েছে বলেও প্রতিনিধিদল সরকারকে জানিয়েছেন। আমরাও সামনের দিনগুলোতে চিহ্নিত জায়গাগুলো নিয়ে আরও কাজ করব।’

কিট প্রসঙ্গে কথা বলতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চাহিদা অনুযায়ী কিট পাওয়া যাচ্ছে না। কারণ বর্তমানে বিশ্বের সব দেশেই কিটের চাহিদা রয়েছে। তবে যা মজুদ আছে তাতে ঘাটতি হওয়ার কথা নয়। কোনো কারণে সংকট তৈরি হলে তা খুব দ্রুতই মেটানোর ব্যবস্থা সরকারের নেওয়া আছে। কাজেই কিট নিয়ে এই মুহূর্তে উদ্বেগের কিছু নেই।’

তিনি বলেন, ‘করোনায় যে হারে প্রতিদিন রোগী বাড়ছে তাতে মানুষ অধিক সচেতন না হলে সব হাসপাতাল করোনা রোগীতে পরিপূর্ণ হয়ে যাবে। এ কারণে করোনা মোকাবিলায় মানুষকে আরও বেশি স্বাস্থ্য সচেতন হতে হবে।’ এ সময় তিনি করোনা মোকাবিলায় স্বাস্থ্যখাতে বাজেট আরও বাড়ানো প্রয়োজন বলেও মন্তব্য করেন।

বিজ্ঞাপন

চীনে ভ্যাকসিন আবিষ্কার হলে তা সবার আগে বাংলাদেশ পাবে জানিয়ে সংবাদ ব্রিফিংয়ে নিশ্চিত করেন ঢাকায় চীন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালুং ইয়ান। ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদও বক্তব্য রাখেন।

আবিষ্কার করোনা চীন প্রথম বাংলাদেশ ভ্যাকসিন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর