ব্যবসায়ী বন্ধুকে কেটে ৩ টুকরো: মূল আসামি রিমান্ডে
২২ জুন ২০২০ ১৬:৩৭
ঢাকা: রাজধানীর দক্ষিণখান থানাধীন এলাকার ব্যবসায়ী হেলাল উদ্দিনকে হত্যা করে লাশ তিন টুকরো করার ঘটনায় দায়ের করা মামলার মূল আসামি রূপম সরকারকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
সোমবার (২২ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ শুনানি শেষে এ আদেশ দেন।
মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের কর্মকর্তা আবু সাঈদ আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।
তবে এদিন আসামিরপক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
গত রোববার দিবাগত রাতে তাকে গ্রেফতার করেন পুলিশ।
এর আগে ১৫ জুন হেলাল নামে ওই তরুণ ব্যবসায়ীর মরদেহের দুই অংশ দক্ষিণখান ও বিমানবন্দর এলাকা থেকে উদ্ধার করা হয়। পর দিন দক্ষিণখানের একটি খালি প্লট থেকে উদ্ধার করা হয় হেলালের মাথা। ঘটনার পর দিন হেলালের বড় ভাই মো. হোজায়ফা বাদী হয়ে দক্ষিণখান থানায় অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে মামলা করেন।
ওই ঘটনায় নিহত হেলালের বন্ধু চার্লস ও রূপম সরকারের স্ত্রী শাহীনা আক্তার ওরফে মনি সরকার (২৪) ও রূপমের শাশুড়ি রাশিদা আক্তারকে (৪৮) গ্রেফতার করা হয়। তারা আদালতে হত্যার ঘটনায় জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বর্তমানে তারা কারাগারে আটক রয়েছেন।