Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু


২৩ জুন ২০২০ ২২:১২

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। এর আগে করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মারা গেছেন আরও চার পুলিশ সদস্য।

মঙ্গলবার (২৩ জুন) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে।

মৃত জাহাঙ্গীর আলম (৫০) চট্টগ্রাম জেলা পুলিশ লাইনে উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত ছিলেন। তার বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা এলাকায়।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মহিউদ্দিন মাহমুদ সোহেল সারাবাংলাকে বলেন, ‘গতকাল (সোমবার) উনার জ্বর এসেছিল। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাতে শ্বাসকষ্ট শুরু হয়। আজ (মঙ্গলবার) সকালে করোনার সংক্রমণ পরীক্ষার জন্য উনার নমুনা নেওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই তিনি মারা গেছেন।’

মৃত্যুর পর করোনা পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়েছে বলেও জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মাহমুদ সোহেল।

এসআইয়ের মৃত্যু করোনা উপসর্গ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর