Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তার মৃত্যু


২৩ জুন ২০২০ ২২:২৮

চট্টগ্রাম করেসপন্ডেন্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের অবসরপ্রাপ্ত এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে চট্টগ্রামে বেসরকারি বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত অঞ্জন সেন (৬৭) রেলওয়ে পূর্বাঞ্চলের পাওয়ার কন্ট্রোল বিভাগের কর্মকর্তা ছিলেন। ২০১০ সালে তিনি অবসরে যান। তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা গ্রামে।

ছেলে অলক সেন সারাবাংলাকে জানিয়েছেন, গত ১৪ জুন অঞ্জন সেন জ্বর-কাশিতে আক্রান্ত হন। ১৫ জুন তার নমুনা নেওয়া হয় করোনা পরীক্ষার জন্য। পরদিন করোান পজিটিভ রিপোর্ট আসে। ১৭ জুন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর কিছুদিন জ্বর-শ্বাসকষ্ট ছিল। মঙ্গলবার সকালে হঠাৎ তার রক্তে সুগারের পরিমাণ অস্বাভাবিক কমে যায়। একপর্যায়ে তার মৃত্যু হয়।

সিভিল সার্জনের কার্যালয়ে হিসাব অনুযায়ী, সোমবার রাত পর্যন্ত চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৪৮ জনের মৃত্যু হয়েছে।

করোনায় আক্রান্ত রেলওয়ে কর্মকর্তার মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর