Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে নতুন করে করোনায় আক্রান্ত ৩১


২৪ জুন ২০২০ ১২:০৭

গাজীপুর: গাজীপুরে ২৪ ঘন্টায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৩১ জন। এ নিয়ে জেলায় মোট  আক্রান্তের সংখ্যা ৩,০১৪।

সিভিল সার্জন কার্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গাজীপুরে ২৪ ঘন্টায় নতুন করে ৩৭৯ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ২১১৮১ জনের নমুনা পরীক্ষা করে জেলায় সর্বমোট রোগীর সংখ্যা হয়েছে ৩০১৪ জন।

সুস্থ্য হয়েছেন ৫০২ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় গাজীপুর জেলাকে ইতোমধ্যেই রেড জোন ঘোষণা করা হয়েছে। ১২ জুন থেকে শুধুমাত্র কালীগঞ্জ পৌরসভার তিনটি ওয়ার্ডে লকডাউন কার্যকর রয়েছে। জেলার অন্যান্য এলাকায় এখনো লকডাউনের প্রক্রিয়া শুরু হয়নি।

আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ সদস্য ও পোশাককর্মীরা রয়েছেন। সবচেয়ে বেশি আক্রান্ত গাজীপুর সিটি কর্পোরশন এলাকায় ১৯২৫ জন, আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে কালিয়াকৈর উপজেলায়  ৩৬৩ জন।

সাধারণ মানুষ এখনো স্বাস্থ্যবিধি না মানায় আক্রন্তের সংখ্যা বাড়ছে। আইনভঙ্গকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে জেলা প্রশাসন।

গাজীপুরে করোনা আক্রান্ত


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর