Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইনজীবী সমিতিগুলোতে স্বাস্থ্যবিধি বাস্তবায়নে কমিটি গঠনের নির্দেশ


২৪ জুন ২০২০ ১৬:২৬

ঢাকা: দেশের সকল জেলা আইনজীবী সমিতিগুলোতে বার কাউন্সিল প্রণীত স্বাস্থ্যবিধি বাস্তবায়ন হচ্ছে কি না তা তদারকির জন্য একটি মনিটরিং কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ স্বাস্থ্যবিধি আইনজীবী সমিতিগুলো কতটুকু বাস্তবায়ন করেছে তার অগ্রগতির প্রতিবেদনও দিতে বলা হয়েছে। এছাড়া আগামী ৫ জুলাইয়ের মধ্যে আদালতে তা দাখিল করতে বলা হয়েছে।

বুধবার (২৪ জুন) এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

বিজ্ঞাপন

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী হুমায়ন কবির পল্লব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমেন্দ্র নাথ বিশ্বাস।

পরে আইনজীবী হুমায়ন কবির পল্লব জানান, করোনাভাইরাস ইতোমধ্যে সারাদেশে ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে করোনা হয়তো কখনোই পৃথিবী থেকে বিদায় নেবে না। নিয়মিত কোর্ট খুলে গেলে লাখ লাখ বিচারপ্রার্থী কোর্ট প্রাঙ্গণে উপস্থিত হবেন। ফলে, দেশের কোর্ট প্রাঙ্গণই হয়ে যেতে পারে করোনার নতুন হটস্পট। ইতোমধ্যে অসংখ্য আইনজীবী ও কোর্ট স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন, অনেকে মারাও গিয়েছেন। বিচারকগণও এর থেকে মুক্ত নন। আদালত প্রাঙ্গণ থেকে তা সারাদেশে প্রবল বেগে ছড়িয়ে পড়তে পারে। তাই এখন থেকেই এই বিশেষ স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত এবং প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জামাদি প্রস্তুত করে রাখা প্রয়োজন। কোর্ট খোলার আগেই দেশের সকল আদালত প্রাঙ্গণে বাংলাদেশ বার কাউন্সিলের নির্দেশনা অনুযায়ী শরীরের তাপমাত্রা মাপার যন্ত্র থার্মাল স্ক্যানার, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা তথা জীবাণনাশক হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করা জরুরি। এ কারণে রিট দায়ের করি। আদালত রিটের শুনানি নিয়ে এ আদেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

রিটের বিবাদীরা হচ্ছেন, আইন মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, বার কাউন্সিলের সচিব, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এবং ঢাকা বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি।

আইনজীবী করোনা কোর্ট ভাইরাস

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর