শুধু প্রাইভেটকারে রাইড শেয়ারিং চালু, অনুমোদন ৩৫৯টি গাড়ির
২৪ জুন ২০২০ ২২:৫৯
ঢাকা: নভেল করোনাভাইরাসের (কোভিড ১৯) মধ্যে দেশে রাইড শেয়ারিং সেবা বন্ধ করেছিল বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। এখন আবার এটি খুলে দেওয়া হয়েছে শুধু মোটরসাইকেল ছাড়া। তবে যে সব গাড়ি বিআরটিএর রাইড শেয়ারিং এনলিস্টমেন্ট সার্টিফিকেট নিয়েছে তারাই কেবল রাইড শেয়ারিংয়ের অনুমতি পাচ্ছেন।
বিআরটিএ রাইড শেয়ারিং শাখা জানায়, গত ২১ জুন রাইড শেয়ারিং এনলিস্টমেন্ট সাটিফিকেট আছে এমন ২৫৫টি গাড়িকে রাইড শেয়ারিং অনুমতি দেওয়া হয়। এরপর ২৪ জুন আরও ১০৪টি গাড়ি এনলিস্টমেন্ট সাটিফিকেট গ্রহণ করে।
বিআরটিএ-এর সহকারী পরিচালক মো. ফারুক আহমেদ সারাবাংলাকে জানান, এনলিস্টমেন্ট সাটিফিকেট নিয়েছে এমন ৩৫৯টি গাড়ি এখন রাইড শেয়ারিং করতে পারবে।
কয়েক লাখ মোটরসাইকেল ও প্রাইভেটকার এবং সিএনজি ঢাকায় রাইড শেয়ারিং করছে। এর মধ্যে বেশিরভাগ উবার পাঠাও সহজ ও ওভাই নামে প্রতিষ্ঠানের অ্যাপে রাইড শেয়ারিং করছে। এর মধ্যে মোটরসাইকলে ছাড়া প্রাইভেটকারের ক্ষেত্রে উবার সবচেয়ে জনপ্রিয়।
কিন্তু উবার অ্যাপে রাইড রিকোয়েস্ট খুলে দেওয়া হলেও কোনো গাড়ি মিলছে না। এ ছাড়া পাঠাও, সহজ এখনও বন্ধ আছে বলে জানিয়েছে অ্যাপ কর্তৃপক্ষ। তবে ওভাই অ্যাপ- সিএনজি রাইড শেয়ারিং চালু রেখেছে।
সিএনজি অটোরিকশা রাইড শেয়াংরিংয়ে চলার বিষয়ে বিআরটিএর কোনো অনুমোদন নেই।