Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় আরও ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ৩৯৪৬


২৫ জুন ২০২০ ১৪:৫১

ঢাকা: দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩৯ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৬২১ জন। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ৯৪৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৬ হাজার ৬০৬ জন।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বিজ্ঞাপন

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৭ হাজার ৫৮৬টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আর ৬৬টি ল্যাবে আগের দিনের কিছু নমুনাসহ সর্বমোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৯৯৯টি। এর মধ্যে ৩ হাজার ৯৪৬ জনের শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ২৬ হাজার ৬০৬ জন। নমুনা সংগ্রহ বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৯২ শতাংশ।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৯ জন। এদের মধ্যে পুরুষ ৩২ জন এবং নারী ৭ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬২১ জন। আক্রান্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৮ শতাংশ।

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৮২৯ জন আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫১ হাজার ৪৯৫ জন। আক্রান্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৬৭ শতাংশ।

করোনা মৃত্যু শনাক্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর