Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুয়েটের নতুন উপাচার্য সত্য প্রসাদ মজুমদার


২৫ জুন ২০২০ ১৮:২২

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ট্রিপল ই) বিভাগের অধ্যাপক সত্য প্রসাদ মজুমদারকে প্রতিষ্ঠানটির উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৫ জুন) এই নিয়োগ আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। অধ্যাপক সত্য প্রসাদ এই আদেশের ফলে অধ্যাপক ড. সাইফুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন।

আদেশে বলা হয়, বুয়েট অধ্যাদেশ অনুযায়ী রাষ্ট্রপতি সত্য প্রসাদ মজুমদারকে চার বছরের জন্য উপাচার্য নিয়োগ দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন বলেও জানানো হয়েছে আদেশে।

এর আগে বুয়েটের উপাচার্য ছিলেন অধ্যাপক ড. সাইফুল ইসলাম। ২০১৬ সালের ২২ জুন এক প্রজ্ঞাপনে তাকে দেশের শীর্ষ এই প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনিও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ট্রিপল ই) বিভাগের অধ্যাপক। উপাচার্যের দায়িত্ব নেওয়ার আগে বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়া ইউনিভার্সিটির উপাচার্যের দায়িত্ব পালন করছিলেন।

অধ্যাপক ড. সাইফুল বুয়েটের প্রথম নারী উপাচার্য খালেদা একরামের স্থলাভিষিক্ত হয়েছিলেন। খালেদা একরাম ২০১৪ সালের সেপ্টেম্বরে চার বছর মেয়াদে বুয়েট উপাচার্য নিযুক্ত হয়েছিলেন। তবে দায়িত্ব নেওয়ার দুই বছরের মাথায় ২০১৬ সালের ২৪ মে মৃত্যুবরণ করেন তিনি।

বিজ্ঞাপন

টপ নিউজ বুয়েট বুয়েট উপাচার্য সত্য প্রসাদ মজুমদার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর