Thursday 22 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িলে ১০ ঘণ্টার ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু


২৫ জুন ২০২০ ১৯:০৯

ঢাকা: রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন রেললাইনে ১০ ঘণ্টার ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহতরা হলো- আল আমিন (১৬) ও অজ্ঞাত দুই ব্যক্তি। বাকি দুজনের বয়স আনুমানিক ২০ ও ৪০ বছর।

ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর স্টেশনের পুলিশ ফাড়ির ইনচার্জ (এসআই) আমিনুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার ভোরের দিকে বিশ্বরোড সংলগ্ন রেললাইনে ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনে কাটা পড়ে আল আমিনের মৃত্যু হয়। তার বাড়ি কুড়িগ্রামে। সে দিনমজুরের কাজ করতো।’

এসআই আমিনুল আরও জানান, একই জায়গায় গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আরেকটি ট্রেনের ধাক্কায় ২ জনের মৃত্যু হয়। নিহত ওই দুই ব্যাক্তির নাম পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।

৩ জনের মৃত্যু কুড়িল বিশ্বরোড ট্রেনে কাটা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর