ঠাকুরগাঁওয়ে গ্রাম পুলিশের বিরুদ্ধে কৃষকের ধান চুরির অভিযোগ
২৫ জুন ২০২০ ১৯:৪৭
ঠাকুরগাঁও: রাতের আঁধারে কৃষকের খেতের ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক গ্রাম পুলিশের বিরুদ্ধে। জেলার সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের শাসলা পিয়ালা গ্রামে এ ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্ত কৃষক আইনুল ইসলাম সদর থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মাটিগাড়া গ্রামের আব্দুল কুদ্দুস (৪০) তার সহযোগিদের নিয়ে ২৩ জুন রাতে গ্রামের কদমতলার পশ্চিম পাশের ৭৫ শতাংশ জমির ধান চুরি কাটছিলেন। এসময় তাদের হাতেনাতে ধরে ফেলা হয়।
অভিযুক্ত আব্দুল কুদ্দুসও ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমার ভুল হয়েছে। এজন্য দায়ি ধানকাটা মেশিনের গাড়িচালক। তার ভুলের কারণেই এ ঘটনা ঘটেছে।
সদর থানার ওসি (তদন্ত) গোলাম মর্তুজা বলেন, ‘বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’