Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে একদিনে বজ্রাঘাতে শতাধিক মৃত্যু


২৬ জুন ২০২০ ১২:৪৫

প্রতীকী ছবি

ভারতের বিহার ও উত্তর প্রদেশে বজ্রাঘাতে একদিনে ১০৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিহারে ৮৩ জন ও উত্তর প্রদেশে ২০ জন বজ্রাঘাতে মারা গেছেন। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর বিবিসি।

বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী লক্ষ্মীশ্বর রায় জানান, বজ্রাঘাতে একদিনে সর্বাধিক মৃত্যুর ঘটনা এবারই প্রথম। বিহারের উত্তর-পূর্ব রাজ্যে ৮৩ জন এবং প্রতিবেশি রাজ্য উত্তর প্রদেশে অন্তত ২০ জন মারা গেছেন।

বজ্রাঘাতে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা আশঙ্কা করছেন, আরও কয়েকজনের মৃত্যুর খবর হয়তো তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে মৃত ব্যক্তিদের খোঁজ নেয়া হচ্ছে। এর আগে ২০১৫ ও ২০১৭ সালে বিহারে বজ্রাঘাতে একদিনে সর্বোচ্চ ৫০ জনের মৃত্যু হয়েছিল।

উল্লেখ্য, ২০০৫ সালের পর প্রতিবছর ভারতে অন্তত ২ হাজার মানুষ বজ্রাঘাতে মারা গেছে। ২০১৮ সালে দক্ষিণ ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যে মাত্র ১৩ ঘন্টায় ৩৬ হাজার ৭৮৯টি বজ্রাঘাত হয়েছিল। আর সেই বছরই দেশটিতে ২ হাজার মানুষের মৃত্যু হয়েছিল বজ্রাঘাতে।

বজ্রাঘাতে ভারতে মৃত্যু


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর