Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয় হত্যা ষড়যন্ত্র মামলার অভিযোগপত্র দাখিল


৬ মার্চ ২০১৮ ১৬:০২

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকাপ্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র মামলার অভিযোগপত্র দাখিল করেছেন তদন্ত সংস্থা ডিবি পুলিশ।

এ মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার সাবেক সম্পাদক মাহমুদুর রহমানসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে ডিবি পুলিশ। মামলার অপর তিন আসামি হলেন— যুক্তরাষ্ট্র প্রবাসী জাসাস নেতা মোহাম্মদ উল্লাহ, রিজভী আহমের সিজার ও মিজানুর রহমান ভুইয়া। এ তিনজনকে চার্জশিটে পলাতক হিসাবে উল্লেখ করা হয়েছে।

আদালতের পল্টন থানার জিআর শাখার কর্মকর্তা জাহিদ মিয়া চার্জশিট দাখিলের বিষয়টি সারাবাংলাকে জানিয়েছেন।

তিনি বলেন, মঙ্গলবার (৬ মার্চ) চার্জশিটটি আমলে গ্রহণের বিষয়ে আদেশের জন্য ঢাকার মহানগর হাকিম সারাফুজ্জামান আনসারীর আদালতে তোলা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ম্যাজিস্ট্রেট কোনো আদেশ দেননি।

এ মামলায় মাহমুদুর রহমান মঙ্গলবার আদালতে হাজিরা দিয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ।

মামলার নথিতে দেখা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর সহ-সভাপতি যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ উল্লাহ মামুন, দেশ ও দেশের বাইরের ষড়যন্তকারীদের সহায়তার জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করে। এ ঘটনায় ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান ২০১৫ সালের ৩ আগস্ট বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলা করেন।

সারাবাংলা/এআই/আইজেকে

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর