২৪ ঘণ্টায় ৪০ জনের মৃত্যু, শনাক্ত ছাড়াল ১ লাখ ৩০ হাজার
২৬ জুন ২০২০ ১৪:৪১
ঢাকা: দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ৪০ জন মারা গেছেন ২৪ ঘণ্টায়। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ৮৬৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৬৩৮ জন।
এ নিয়ে দেশে করোনাভাইসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩০ হাজার ৪৭৪ জনে। এর মধ্যে ১ হাজার ৬৬১ জন মারা গেলেন। আর আক্রান্ত ব্যক্তির ৪০ শতাংশেরও বেশি সুস্থ হয়ে উঠেছেন।
শুক্রবার (২৬ জুন) দুপুরে কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৬৬টি ল্যাবে ১৮ হাজার ২৭৫টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আগের দিনের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৪৯৮টি। এ নিয়ে দেশে মোট ৬ লাখ ৯৬ হাজার ৯৪১টি নমুনা পরীক্ষা করা হলো।
বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় যেসব নমুনা পরীক্ষা হয়েছে, এর মধ্যে ৩ হাজার ৮৬৮ জনের শরীরে কোভিড-১৯-এর উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩০ হাজার ৪৭৪ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৯১ শতাংশ। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৮ দশমিক ৭২ শতাংশ।
এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত ৪০ জন গত ২৪ ঘণ্টায় মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ৩১ জন, নারী ৯ জন। আবার এই ৪০ জনের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৩১ জন, বাড়িতে ৯ জন। এই ৪০ জনকে নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৬১ জনে। আক্রান্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৭ শতাংশ।
অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৬৩৮ জন করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫৩ হাজার ১৩৩ জন। আক্রান্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৭২ শতাংশ।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইন বুলেটিন করোনাভাইরাস করোনায় আক্রান্ত করোনায় মৃত্যু কোভিড-১৯ স্বাস্থ্য অধিদফতর স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক