Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপদসীমার ওপরে ধরলা ও ব্রহ্মপুত্র, পানিবন্দি ২০ হাজার মানুষ


২৬ জুন ২০২০ ১৭:২২ | আপডেট: ২৬ জুন ২০২০ ১৭:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রাম: কুড়িগ্রামে ধরলা ও ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুক্রবার (২৬ জুন) সেতু পয়েন্টে ধরলার পানি ৮ সেন্টিমিটার ও চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ফলে এই দুটি নদ-নদী অববাহিকার নিম্নাঞ্চল ও চরাঞ্চলের অন্তত ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। তলিয়ে গেছে চরাঞ্চলের মৌসুমী ফসল ও সবজি ক্ষেত। এসব অঞ্চলের মানুষ কলাগাছের ভেলা এবং স্থানীয় নৌকায় করে উঁচু জায়গায় আশ্রয় নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

কুড়িগ্রামের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম জানান, সেতু পয়েন্টে ধরলার পানি বিপদসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্রের চিলমারী পয়েন্টে বিপদসীমার ৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

ধরলা বিপদসীমার ওপর ব্রহ্মপুত্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর